বয়সটা যখন চল্লিশ এর কোঠায়
জীবন টা তখন পুড়ে যাওয়া সলতের মতোন।
যতই তেল দেওয়া হোক,
আগের মতো জ্বলে না
আগের মতো আলোকিত হয় না
আগের মতো অন্ধকার দূর করতে পারে না।
তেজ দীপ্তহীন মিটমিট করে জ্বলে আর নেভে
আসলে যৌবন ফুড়ালে সবই নাকি এমন হয়
যৌবন ছাড়া জীবন মূল্যহীন।
পাতা ছাড়া বৃক্ষ
জল ছাড়া নদী
ঢেউ ছাড়া সমুদ্র
যৌবন ছাড়া জীবন মূল্যহীন।