আমি কাদঁতে শিখেছিলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই
হাসিটা কিছু দিন পরে শিখেছিলাম,
এখন আমি কাঁদতে চাই না।
সবখানে সারাক্ষণ হাসতে চাই
সবার মুখে হাসি ফোটাতে চাই
হাসি মাখা মুখ দেখতে চাই।
কিন্তু আমারা কি জানি!
এই দুটি শব্দেরই বৈসাদৃশ্য রয়েছে।
দুটো শব্দই আমাদের ভালো মন্দের সাথে জড়িয়ে আছে।
আমরা আনন্দে হাসি আবার কাঁদিও
দুখের সময় কাঁদি আবার হাসিও।
কান্না দিয়ে জীবন শুরু হলেও হাসির জন্য আমাকে বেশ কিছু দিন অপেক্ষা করতে হয়েছিল।
আসলে কান্না হাসি নিয়েই জীবন গড়া
জীবনে বেড়ে ওঠা
জীবনে বড়ো হওয়া।