কান্না হাসি
সকাল ৭ঃ৪০, ২৮/০১/২০২২


আমি কাঁদি!
কেউ আমার কান্না দেখতে পাক আর না পাক
আমার অন্তঃকরণ কিন্তু সব জানে ;
আমি কেন কাঁদি
কিসের জন্য কাঁদি।
আমি বড়ো অভাবী!
আমার অভাব মোটে ঘোচে না;
একটির পর একটি অভাব
আমাকে বড়ো তাড়না দেয়।
অভাবের যন্ত্রণায় আমি ভেতরে ভেতরে
দুমড়ে মুচড়ে যাই।
আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি
ভুলে যাই আমার সত্তা, আমার অস্তিত্ব।
সারাক্ষণ ভাবি আমি কতটা সুখী হবো
আমার কাছের মানুষদের কতটা সুখী করে পৃথিবীতে রেখে যাবো।
আমি হাসি!
কেউ আমার হাসি দেখতে পাক আর না পাক
আমি সব বুঝে একা-একা মনে মনে হাসি।
কাউকে হাসাতে গিয়ে হাসি
কারো কান্না ঢাকতে হাসি,    
কখনও হাসির জন্য কারো কান্নার কারন হই।
আমি সব জানি, বুঝি, অনুভব করতে পারি
কিন্তু নিজেকে শোধরাতে পারি না।
লালসার চক্রে আমি আবর্তিত হচ্ছি বারবার,
একটির পর একটি অভাববোধ
আমাকে টেনে নেয় অতৃপ্ত আহ্বানে।
আমি হাসি আর সুখের কাছে হেরে যাই বারবার।
আমার কতটা হাসি আর সুখ দরকার
তা আমি নিজেই জানি না।
কান্না-হাসির মঞ্চে অভিনয় করে যাচ্ছি আজীবন
কখনও অজ্ঞতায় কখনও অভিজ্ঞতায়।