ক্ষণিকের লেনদেন
সকাল ৭:০৫
৩১/০৫/২০২১


হে অন্তরযামী!
তুমি সব জানো,
তুমি সব পারো;
আমি তো কিছুই পারি না।
শুধু বৃথা আস্ফালনে ছুটে চলি
মনের অভিসারে,
চুপিচুপি কথা বলি
একাকী নিরালায়।
আমি কে?
কি আছে আমার?
আমার অন্তঃকরণ
আমার সত্তা
তোমাকে ঘিরে।
আমি তোমাতেই প্রকাশ
আমি তোমাতেই নাশ
শুধু ক্ষণিকের লেনদেনে
করি হা-হুতাশ।