কেমন আছো! মনটা ভালো?


ভালো মন্দে তোমার কি আসে যায়, তুমি তো নিজের সুখটাই দেখলে


হ্যা, তুমি তো তাই ভাবো। কত সুখে আছি তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বুঝবেনা।


কেনো তোমার কিসের অভাব! শিক্ষিত স্বামী কোটি টাকার সম্পদের মালিক।


টাকা আর সম্পদ দিয়েই কি জীবনে সুখি হওয়া যায়?


বিয়ের আগেতো এসবই ভাবতে। জীবনকে  সুন্দরভাবে লিড দেয়ার জন্য টাকার দরকার।


তুমি বুঝি এসব ভাবনি?  চাহলে চাকরিজীবী খুঁজতে কেন? চাকরিজীবী মেয়ে বিয়ে করলে কেন?


দুটো কারন।  নিজকে আর পাঁচজন থেকে আলাদা স্হানে দাড় করানো। আর তোমাদের সাথে পাল্লা দেয়া।


সত্য বলার জন্য ধন্যবাদ। আসলে কতটুকু পেরেছ?


কিছুই পারিনি। আর জীবনে এই সাধেই বিপত্তি। ভবিষ্যৎ যেনো ঘোলা অন্ধকারময়।


জীবনের যথার্থ অর্থ কি জানো! যা চাওয়া হয় তা পাওয়া যায় না।


হ্যাঁ, তা ঠিক; জীবনটা যে এভাবে হবে তা ভাবতে পারিনি।


ভেবেছ তোমার সুখের জীবন নিয়ে আমি হিংসে করব। না না তা মোটেও নয়। তোমার ভালো থাকার চিন্তা আগেও করেছি, এখনো করি।


আমি তো তা বলিনি। আমি জানি কে আমাকে কতটুকু এবং কিসের জন্য ভালোবাসে।