ঘটেও বসে আবার পিড়িতেও বসে
খিল খিল করে হাসে।
আর চোখেও চায় আবার সোজাও
যা পায় তাই খায়
ভালোও বাসে আবার মন্দও বাসে
কেন জানি কি মিছামিছি হাসে।
মাঝে মাঝে লক্ষ্মী পুতুল সাজে।
লাল শাড়ী, লাল ব্লাউজ।
কপালে লাল টিপ
ঠোটে লাল লিপিস্টিক
হাতে লাল চুড়ি
লাল রঙের নেইল পালিস
পায়ে লাল আলতা,
শুধু চোখের কোনে কালো কাজল মাখে
সে যে লক্ষ্মী পুতুল সাজে।
তাকে যদি লক্ষ্মী পুতুল বলি
হেসে হেসে কুটিকুটি হয় লাজে।