আজ বড়ো মনে পড়ে
সেই ভালোবাসার মুখখানি
যাকে বিশ্বাস করতাম
যাকে নিয়ে স্বপ্ন দেখতাম
আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতো
আমাকে নিয়ে যে ভাবতো
আমার দুখে দুঃখী হতো
আমার সুখে সুখী হতো
আমাকে সুখী করতে
আমার মুখে হাসি ফোটাতে
সব কষ্ট নির্দ্বিধায় মেনে নিতো
সেই মুখখানি
আজও বড়ো মনে পড়ে।
দেরিতে ঘুম থেকে উঠলে
দেরিতে ঘুমাতে গেলে
খাবার খেতে অনিয়ম হলে
কতো কথা শুনতে হতো
বাইরে বেশি সময় কাটালে
দেরিতে ঘরে ফিরলে
সোহাগে শাসনে চুপসে যেতাম।
সেই মুখখানি
আজও বড়ো মনে পড়ে।