তাকে একান্তে ভালোবেসেছিলাম
ভেবেছিলাম জীবনে অনেক বেশি সুখি হব,
দু'জনে এমন ভালোবাসাবাসির খেলা খেলব
যাতে অন্যেরা আমাদের দেখে হিংসা করে,
সেও আমাকে নিয়ে তাই ভেবেছিলো;
কিন্তু হলো না!
ভেবে ছিলাম অনেক সুখ-শান্তি আর সমৃদ্ধিতে
ভরে উঠবে আমাদের জীবন।
কিন্তু হলো না!
কখন যে সুখ আর শান্তির সাথে
অ-কারান্ত উপসর্গটা যুক্ত হলো
বুঝতেই পারলাম না।
সবকিছু গোলমাল করে দিল।
নিরাশা আর হতাশার জালে বন্দী শিকাড়
আমি আজ!
অশান্তি আর অসুখের দাবদাহে
পুড়ে পুড়ে খাক হচ্ছি অহনিশি
অন্তর্দাহনে চুপষে যাচ্ছি বারংবার।
আগে ভেবেছিলাম কেউ কেউ দেখে হিংসা করবে,
তারা আজ বাঁকা চোখে তাকাচ্ছে।
হয়ত একদিন ঘৃণার থুতকার ছুড়ে দিবে
আমার দিকে।
আসলে যা মনে মনে ভাবা হয়
সব সময় তা ঠিক হয়না।
কিছু ভাবনা, কিছু চিন্তা থেকে যায়
মনের অলক্ষ্যে।
অর্থময় জীবন হয় অর্থহীন,
যাকে নিয়ে কাটাতে হয় জীবনের বাকীটা সময়।