আমার এই ছোট্ট পরান টা
অনেক সময় অনেক মাঝি এসে
আমাকে পার করে।
যখন আমি ভালোবাসায় কাতর হই
তখন কিছু কাছের মানুষেরা
ভালোবাসার কথা শুনিয়ে দুঃখ ভুলিয়ে দেয়।
যখন আমি গল্প শুনতে চাই
তখন কিছু কাছের মানুষ গল্পে গল্পে পরান ভরায়।
যখন আমি কবিতা শুনতে চাই
তখন কিছু কবিতা প্রেমী
তার যতো ভালো লাগা কবিতা
এক এক করে আমাকে শোনায়।
যখন আমি গান শুনতে চাই
তখনও কিছু সংগীত শিল্পী আমাকে
দুঃখ ভোলার আনন্দের কিছু গান
শোনায়।
আমার পরানের মাঝি
আমি যেমনটি হই
তোমরা বারবার এসে
আমার পরান ভরিয়ে দিও।
তোমরা আমার সাথে আছো বলেই
আমি দুঃখকে ভুলতে পারি
সুখকে কাছে রাখতে পারি।
তোমরা আমার পরানের পরান
দুঃখের বাড়ি থেকে সুখের বাড়ি
বয়ে নেয়ার মাঝি।
তোমরা আমার পরান মাঝি।