অগণিত শরীর ক্ষয়ে গেছে সেই বায়ান্নর পর থেকে
গড়েছে মাটীর সাথে সক্ষ্যতা।
অনেক প্রাচীরের ধরে গেছে চির,
কারও বা ধংস স্তুপে ভরে গেছে ড্রেন, ম্যানহোল।
তবু সেই প্রাচীরের দেয়ালে লাগানো পোস্টার
রঙ তুলির লিখন
ব্যানারের হাতছানি
ফেস্টুনে কারুকাজ
এখনো যায়নি মুছে।
সেদিনের সেই গর্জিত শ্লোগান
বজ্রকন্ঠ হয়ে ধ্বণিত হয় সারা বিশ্বে
সেদিনের সেই ফিরনি ঝড়া রক্ত
বাংলা অক্ষরের কালি হয়ে
শোভা পাচ্ছে ভিন্ন কাগজে, ভিন্ন রংয়ে,
যেনো কথা বলার স্বাধীনতায় উচ্ছাস প্রকাশ।
সেদিনের এক একটি অক্ষর
হাজার যোজন পেরিয়ে
ছুটছে পৃথিবীর পথে পথে আনাচে-কানাচে  
হাসি-কান্নায় দোলায়িত হচ্ছে কোটি কোটি প্রাণে।
আমার বাংলা
আমার মা
আমার মাতৃভাষা।