আজো আমি সেই খাচাটিকে ঘিরে
দাঁড়িয়ে আছি।
আহা! ভাগ্যের কি পরিহাস
একটা পাখি একটা খাঁচা।
অথচ দু’জনেই পুষতাম
লালন করতাম একান্ত অন্তরে।
হায় পরিনতি!
সে কেমন জানি একপেশে হয়ে গেল,
আমিই তো এক দিন বলেছিলাম-
দেখ! এই সুখ পাখিটা, আমাদের
দু’জনকেই সুখি করবে। কোনদিন হয়ত-
সেদিন তুমিও তো সায় দিয়েছিলে।
আজ সে তোমার ঘরে থাকে
তোমাই বাড়া ভাত খায়
তোমার কাঁধে চড়ে
তোমার পিছু হাঁটে
সে তোমারই কথা কয়।
থাক; তুমিতো সুখে আছো ওকে পেয়ে।
আমি না হয় শূন্য খাঁচা নিয়ে কষ্টেই
রয়ে যাব আজীবন।