সদ্য ফোটা গন্ধরাজে
তোমাকে দেখেছি
তুমি কত শুভ্র, কত পবিত্র।
সাত সকালে শিশিরের মাঝে
তুমি নিস্কলুস।
ভর দুপুরে জ্বলন্ত সূর্যের মাঝে দেখেছি,
তুমি কত নির্মল।
গোধূলির রক্তরাগে,
নীল আকাশে বলাকার মাঝে
তোমাকে দেখেছি।
তুমি কত স্বাধীন।
নদীর জলে তোমাকে দেখেছি
তুমি কত স্বচ্ছ।
জ্যোস্না রাতে তোমাকে দেখেছি
তুমি কত স্নিগ্ধ।
নক্ষত্রের মাঝে তোমাকে দেখেছি
তুমি কত উজ্জ্বল।
আঁখির জানালা খুলে
দেখেছি তোমাকে,
যেন তোমাকেই দেখেছি বারবার।