আমি একা নই
আমার দলে অনেক জন আছে
আমি মানুষ, আমি সহজে কাউকে
ভয় করিনা।
কেউ আমাকে ভয় দেখায়ও না
আমি যেমন শক্তিধরই হইনা কেন
সব প্রাণীই কেন জানি আমার মত
মানুষকে ভয় পায়,
আমার মত মানুষকে দেখলে
লুকানোর জায়গা খোঁজে।
ওরা ভাবে, আমার মতো মানুষই
ওদের চরম শত্রু।
আসলে কি তাই ?
আমিও তা মাঝে মাঝে ভাবি।
পৃথিবীর সব প্রাণী মানুষের
সেবায় নিয়োজিত
তবু মানুষই সবাইকে করেছে কব্জা।
তাই বলে রেহাই নেই মানুষেরও;
ধরা পরেছে এই মানুষেরই হাতে
জীবন বিপন্ন হচ্ছে মানুষের
মুখোমুখি দাঁড়িয়ে,
নিজেই  খাবলে খাচ্ছে নিজেদের
রক্ত, মাংস ও প্রাণ।
মানুষের বিভৎস ও বিভীষিকা দু'টো
রূপই ভয়ংকর হয়,
তাই মানুষকে নিয়েই আমার যত ভয়।