একুশ মানে
মাকে ‘মা’ বলে ডাকার অধিকার
একুশ মানে
বাঙালি জাতীয় সত্বার উন্নত শির
একুশ মানে
মনের খেয়ালে বাংলায় কথা বলা
একুশ মানে
মাঝি-মাল্লা, কৃষকের উদাস গলার
ভাটিয়ালী, মুর্শিদী, ভাওয়াইয়া ও পল্লী সুর।
একুশ মানে
শিশুর ফোকলা দাঁতের মিষ্টি হাসি।
একুশ মানে
শিক্ষার্থীর প্রভাত ফেরি,
শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ,
শ্লোগান মুখর নগ্নপায়ে রেলী।
একুশ মানে
শহীদ মিনারে লাল বৃত্তে বুলেটের তাজা রক্ত।
একুশ মানে
ত্যাগের মহিমায় বিসর্জিত জীবনের প্রতিচ্ছবি।
একুশ মানে
বাংলার সাহসী সন্তাদের বিক্ষুব্ধ প্রতিবাত
অধিকার আদায়ের জোড়ালো মিছিল
ভয়হীন চিত্তের উন্মাদ মিছিলে পুলিশের গুলি।
একুশ মানে
আমার বাংলা
আমার মাতৃভাষা,
আমার কথা বলার অধিকার।