স্বাধীনতা মানে বৈদেশিক শত্রু মুক্ত থাকা নয়,
হানাদারদের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত থাকা নয়;
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক
অধিকার আদায় নয়।
বজ্রকন্ঠের গর্জিত শ্লোগান নয়।
স্বাধীনতা মানে
মত প্রকাশের মুক্ত চিন্তা
মেধা-মননের শুদ্ধ চর্চা
নিজস্ব খেয়ালে কিছু বলা
নিজের মত করে পথ চলা
সাবলীল সত্য প্রকাশের অদম্য প্রয়াস
অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ানো।
স্বাধীনতা মানে
সকল অস্তিত্বে
সকল সত্বা জুড়ে
আমার আমিত্বকে প্রকাশ।
আমি মুক্ত
আমি স্বাধীন।