বয়স একচল্লিশ
এমন একটা বয়সে এসেও
যে কারো প্রেমিক হওয়া যায়
তা ভাবতে পারনি কোনদিন
প্রেমিকার বয়স ছাব্বিশ,
বয়সের দূরত্বটা নেহাৎ কম নয়
শুনেছি প্রেম যারা করে
তাদের বেশির ভাগেরই বয়স
কাছাকাছি হয়ে থাকে
বড়জোর দু থেকে পাঁচ বছরের
ব্যাবধানের চেয়ে বেশি হয় না।
তবে আমার প্রেমিকা কি জেনে বা বুঝে
আমাকে ভালোবাসতে রাজি হলো
কিছুই বুঝতে পারছি না।
তবে বয়স যেমনই হোক
দুজন যে এক হতে পেরেছি এটাই আমার সার্থকতা।
এই বয়সেও আমার হৃদয় ভালোবাসায়
পূর্ণ হতে পারে, কেউ আমাকে একান্ত মনে নিজের করে পেতে চাইতে পারে
এটা আমার কাছে অবিশ্বাস্য সত্য।
অবশেষে এটাও প্রমাণিত হয়
ভালোবাসার কোনো বয়স নেই
কোন নির্দিষ্ট সময় নেই।
শুধু দুটি মনের আকুতি এক হলেই
ভালোবাসায় পূর্ণ হতে পারে দুটি জীবন।
ভালোবাসা নিছক ভালো লাগার
ভালো থাকার একটা ফ্রেমে বাঁধা জীবন।
তাই আমরা একে অপরকে ভালোবাসি, খুব ভালোবাসি।
মিলে মিশে একাকার হয়ে হয়ে যাই।
ভালোবাসার কোন বয়স নেই
ভালোবাসার কোন নির্দিষ্ট সময় নেই।
শুধু দু'টি মনের মেল বন্ধন ।
অবশেষে এই বয়সেও আমি একজন  প্রেমিক হতে পেরেছি তাতেই আমার জীবন ধন্য।