তুমি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও?
কোন ব্যক্তি,জীবনের কিছু সময়,
বেড়ে ওঠা প্রকৃতির সাথে।
না! এরা কেউ তোমার প্রতিদ্বন্দ্বী নয়।
এরা সবাই নিজস্ব নিয়মে নিজের গতিপথেই চলে।
তুমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।
তোমার নিজের শ্রেষ্ঠত্ব,ব্যর্থতা;
তোমাকেই বয়ে বেড়াতে হবে।
সব মানুষই ইচ্ছা কিংবা অনিচ্ছায় কখনও কখনও
নিজকে প্রতিকূল কিংবা অনুকূলে ঠেলে দেয়,
ঠিক তেমনিভাবে প্রতিদ্বন্দ্বিতায়ও
নিজকে সামিল করে
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়।
আসলে আমরা সবাই
আমাদের জ্ঞান, বিবেক, মনুষত্ব ও
নৈতিক মূল্যবোধের কাছে
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।