পুড়ে যাই অন্তরালে


১:
কেউ ভালোবাসেনা বলেই
দুঃখ-সন্তাপে মনটা পোড়ে,
মাঝে মাঝে খুব বেশি ক্ষোভ হয়
নিজেরে নিয়ে।
কি ছাড় জীবন নিলাম,
কেউ ভালোবাসল না
কারো ভালোবাসা পেলাম না
কাউকে ভালোলাগা কথা
শোনাতে পারলাম না।
কি হবে এ ব্যর্থ জীবন সাধনা।


২:
কি আছে আমার এ ছাড় জীবনে
ভালোবেসে পুড়ে পুড়ে
খাক হলাম দহনে।
কি পেয়েছি মিছে স্বপ্নের জাল বুনে,
দুঃসহ যন্ত্রণা কাতর
করুণার তীর্থ এ জীবনে।
বেঁচে থেকে কী লাভ ভুবনে
এর চেয়ে জ্বলন্ত চিতা ঢের শান্তিময়।
ভালোবেসে জীবনটা হল দুঃসহ বেদনাময়।