পাওয়ার সময় দেইনা মূল্য
হারিয়ে তবে খুঁজি।
কাজের সময় করি না কাজ
সময় গেলেই বুঝি।
ভুল পথেতে হাঁটতে মোদের
সহজ মনে হয়।
কঠিনটাকে সহজ করতে
মনে লাগে ভয়।
পৃথিবীর এই পান্থশালায়
মরেও যারা অমর
জ্ঞানে গুণে ধনী তারা
শ্রদ্ধা ভাজন সবার।
সময়, কর্ম তাদের কাছে
ছিল মহামূল্য
তাইতো আজও স্মরণ করি
কর্ম তাদের অমূল্য।
জীবন যুদ্ধে জয়ী যারা
মৃত্যু ভয় করেনি তারা।
ন্যায়ের পথে আপোষহীনা
হয়নি কারও পণ্য
ইতিহাসের সোনার পাতায়
তাদেরই নাম ধন্য।