এতদিন ছিল সুখ আর সমৃদ্ধিতে গড়া জীবনের স্বপ্ন
আজ এক অভিশাপে সব ম্লান হয়ে গেছে।
শুধু বাঁচার প্রত্যয়ে ব্যাস্ত সবাই;
জাতি, বর্ণ, ধর্মের বালাই ক্ষীণ হয়ে গেছে।
কে বাচঁব, কে বাঁচবনা তার হিসেব্টাও যেন নেই
কারুর কাছে।
শুধু একটাই অভিপ্রেত-
'সবারই বাঁচতে ইচ্ছা করে'
সম্মানে নয়, সমৃদ্ধিতে নয়
শুধুই কোনমতে খেয়ে বেঁচে থাকা।
স্বপ্ন নয়
সুখ নয়
শুধুই বেঁচে থাকা।