সুখী হতে চেয়েছি
সেই ছোট বেলা চুইংগাম,
চকলেট খেতে খেতেই
কিন্তু সুখ হতে চাইনি কখনো।
আসলে সুখ আর সুখীর
মধ্যে পার্থক্য এতোটুকুই
একটা শব্দ আত্মতুষ্টির জন্য
অন্যটা অপরের সন্তুষ্টির জন্য।
তবে যাইহোক,
জীবনটা একান্ত নিজের।
বেঁচে থাকা, মৃত্যুতে স্মৃতি চারণ
এনিয়েই জীবনের বয়ে চলা।
সুখ দেওয়া আর সুখী হওয়া
সামান্য সময়ের অনুভূতি মাত্র।