সুখের সাথে আড়ি


সুখের সাথে সেই ছোটবেলায়
দীর্ঘদিনের জন্য আড়ি দিয়েছিলাম
আমি তোমার বাড়ি যাবোই
তোমাকেও আমার ঘরে নিয়ে আসবো।
সেই ভালোমন্দ না বোঝা বয়সে-
সুখ কি!  কারা সুখে আছে
বা কারা সুখে থাকতে পারে
তা ঠিক বুঝে নিয়েছিলাম।
জীবনের কিছু সময় সুখে
কাটানোর জন্য যা যা দরকার জন্য
প্রতিনিয়ত চেষ্টা করে গেলাম।
একটা সময় অর্থ উপার্জনের উপায়ও পেয়ে গেলাম।
কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম।
মনে মনে ভাবলাম,
এবার বুঝি সুখকে পাবো।
কিন্তু না! সুখ যে আমার সাথে ভেতরে ভেতরে বিরোধিতা করে চলছেন তা আমি বুঝে উঠতে পারিনি।
অর্থ উপার্জন করতে গিয়ে অনেক মিথ্যা, অনিয়ম ও অন্যায়ের মুখোমুখি হয়েছি অনেক সময়
তা কিন্তু কাউকে বলছি না।
বাইরে ফিটফাট থাকলেও
ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছি বহুদিন ধরে ।
মাঝে মাঝে মনে হতো এ কোন অভিশপ্ত জীবন নিয়ে সময় কাটাচ্ছি।
যাইহোক অর্থকে আমরা সুখ প্রাপ্তির একমাত্র অবলম্বন ভেবে অনেক কিছু মেনে নেই নির্দিধায়।
খুঁজতে থাকি ভিন্ন পথ;
একটা সময় ব্যবস্থাও হয়ে যায়।
এবার ভাবি, এখন নিজের মতো সব গুছিয়ে নেবো
তারপর সুখের সাথে গড়ব বসতি।
সুখ যে আমার সাথেও আড়ি দিয়েছে
তা আমি জানতাম না
আমি তার সাথে যতোই সখ্য গড়ার চেষ্টা করছি
সে আমার থেকে ততোই দূরে চলে যাচ্ছে।
আমিও আজ মনে মনে সুখের সাথে আড়ি দিয়ে নতুন জীবনের কথা ভাবছি।
আর আমি এই জীবনের সুখ চাই না
আমি স্বর্গ সুখে সুখী হবো
যে সুখে সুখী হতে আমার  কিছু থাকবে না
কিছুই লাগবে না
অনায়াশে অনেক কিছু পেয়ে যাবো।
এই জীবনে সুখের সাথে আড়ি দিলাম।