তুমি প্রতিদিন যে সুখের সন্ধানে
ছুটে বেড়ায়, হেঁটে চল অবিরাম
যাও সেই সুখের আঙিনায়।
আমি তোমাকে বাধা দেব না।
তোমার সুখের ভাগিদার আমিও
তাই তোমার এ সুখ আমারও কাম্য।
তুমি সুখি হলেই আমি হব জয়ী
কষ্ট পেলে পুড়ে মন খাক হবে,
তৃষ্ণায় কেটে যাবে
বাকীটা জীবন।
অনাহার, অনিদ্রায়
প্রহরগুলো কেদে কেটে বেড়াবে।
তুমি সুখী হলেই আমিও হব জয়ী।
সেই দিন খুব ভোরে
সূর্য ওঠার আগে আমাকে খবর দিও।
দেখে নেব সুখের দিনে সূর্যের
রঙটা কেমন হয়।
আকাশ কেমন করে তাকায়,
রাতের চাঁদ কোথায় পালায়।
আমিও ছূটে বেড়াব সুখের সন্ধানে
তোমার পিছু পিছু।