শ্রাবণের পরন্ত বিকেলে
তুমি আসবে বলে
তোমার অপেক্ষায় চেয়ে থাকি
দখিন আকাশে নীলিমার পানে
শুভ্রতার অবগাহনে স্নাত হই।
উড়ে যাওয়া এক খন্ড মেঘ
হালকা গুড়ি গুড়ি কফোটা
জল ছিটিয়ে দিয়ে বলল
কেমন আছো?
এখন আমি শরতের ঘরে
তোমাকে আর মুষলধারে
ভেজাতে পারবো না।
আমি তৃপ্ত হলাম খুব
সেই ভালো
তুমি যা দিলে।