ভালোবাসা টা যেমন তেমন হোক
ভালো কথা শুনতে মনটা বড়ো অস্থির থাকে
শুধু কিছু গোছানো আশার বাণী শোনার আমন্ত্রণে সাড়া দিয়ে গোপনে ছুটে চলে দুটি মন।
ফেলে আসা অতীত ভুলে যায়
ভবিষ্যতের স্বপ্ন দেখে দেখে
ভবিষ্যতটাও যে অতীতের চেয়ে জঘন্য হতে পারে তা আদৌ ভাবা হয় না।
শুধু আবেগের ঘোরে কয়েকটি ভালো শব্দ চয়নে মনটা ডুবে যায়।
তখন পৃথিবীর বাকি সবকিছু
মিথ্যা ভুল মনে হয়
সমস্ত সুখের আগার ভেবে ভালো কথার সাথে মন গেঁথে যায়।
জীবন শুধু ভালো কথার অন্বেষণে
ছুটে চলে অহর্নিশি।
কথা গুলো হতে পারে
কানের কাছে ফিসফিস করে
কখনো স্বাভাবিক স্বরে
কখনো জোড়ালো কণ্ঠে বক্তৃতার মঞ্চে
কখনো প্রমিত উচ্চারণে আবৃত্তিতে
কখনো সুরেলা কণ্ঠে গানের আসরে।
প্রতি নিয়ত ভালো কথার খোঁজে
মন ছুটে চলে অবিরত।
যা কিনা সকল ক্লান্তি কষ্টকে ভুলিয়ে রেখে শ্রান্তিতে ভরে দেয়।
কিছু ভালো কথা।