তোমাকে দিয়ে কিচ্ছু হবে না
একথা কাউকে বলা যাবে না।
কাকে দিয়ে কি হবে
কে বলতে পারে!
ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী
অ্যাবনরমাল হয়ে
রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে
একসময় পৃথিবী থেকে
বিদায় নিতে পারে।
আবার যে পড়াশোনায়
আদৌ ভালো না
সেও বড় ব্যবসায়ী হতে পারে
কোটিপতি প্রবাসী হতে পারে
ক্লাসে দশের পরে যার রোলটা ছিলো
সেও সৌভাগ্যক্রমে
অফিসের কর্মকর্তা হতে পারে।
চাকরি না হলেও
ভালো শিল্পী, ভালো উদ্যোগক্তা
হতে পারে কেউ কেউ ।
ভালো মানুষ হতে পারে।
মানুষের সেবায় মানুষের মাঝে
নিজেকে বিলিয়ে দিতে পারে।
তোমাকে দিয়ে কিছুই হবে না
একথা কাউকে
কখনো বলা যাবে না।