মাঝেমাঝে মনটা খুব চনমনে থাকে
এমন ফুরফুরে অবস্থায়
মনে হয় যেন
পৃথিবীর সব কিছুই আমার।
আমার বিপরীতমুখী যেন কিছুই নেই
যেখানেই যাই কেবল আমার অস্তিত্ব,
আমার স্পর্শ অনুভব করি।
কান্না, ভ্রুকুটি, কষ্ট কোন কিছুই
আমার নাগাল পায় না।
ভালোবাসা নিছক একটা অাকর্ষণ।
যার জন্য সব কিছুই দ্রুত ভুলে থাকা যায়।
শুধু ভালোবাসাই কাউকে
পূর্ণতা দিয়ে তার সমস্ত অভাবের গ্লানি মুছে
দিয়ে দুঃখকে ভুলিয়ে দিতে পারে।
কখনও শান্ত মনকে উত্তাল করে
আবার কখনও উত্তাল মনকে শান্ত করে।
আমার মনে হয় শুধুই ভালোবাসার জন্য
মনটার প্রাপ্তি - অপ্রাপ্তির দোলাচলে
সুখ ও কষ্ট ভর করে চলে।