বদলে গেছে ভালোবাসার রং,
ন্যাচারাল থেকে আর্টিফিসিয়াল
প্রবনতা অনেক বেড়েছে।
বাগানের ফুলের গন্ধে নাক ভরে যায় না
ভরে যায় ডিজিটাল রং বেরংয়ের
চোখ ধাধানো ফুল, কারুকাজ ও উপমায়।
ভালোবাসারর জন্য এখন আর সাত সমুদ্র পাড়ি দিতে হয়না।
হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে
হাঁটতে হয় না।
অপেক্ষমাণ থাকতে হয়না পথের ধারে,
ডিজিটাল সব এনেছে হাতের মুঠোয়।
ভালোবাসার শব্দ, অনুভূতি আজ ভিন্ন ধারায়।
সভ্যতার হাতছানিতে
ভালোবাসও এগিয়ে গেছে অনেকদূর।
উষ্ণ চুম্বনের চেয়ে উষ্ণ আলিঙ্গনের
প্রাধান্য পেয়েছে ঢের বেশি।
ভালোবাসার কোন রং নেই
তবু সময়, অর্থ, সভ্যতার পরিবর্তনে
পাল্টে গেছে ভালোবাসার ধরন,
গভীর মমত্ববোধ, সহানুভূতি ;
শুধু দিবস পালনেই ব্যতিব্যস্ত হচ্ছে সবাই
থেমে গেছে অন্তরঙ্গ অনুভূতির
সব যন্ত্রাংশ।
ভালোবাসা আছে
দিবস আছে
শুধু পাল্টে গেছে ভালোবাসার রং।