ভালোবাসি


প্রথমত ভালোবাসি সৌন্দর্যকে
দ্বিতীয়ত ভালোবাসি সুগন্ধকে
তৃতীয়ত ভালোবাসি অন্তর্নিহিত তাৎপর্যকে
অর্থাৎ রূপ, গুণ ও ভেতরের অস্তিত্বের  সত্তাকে।
সময়ে সময় রকমে রকম ভালোবাসি
বুকে গাঁথি স্বপ্নমালা,
বেদনার ফুল সজ্জায় রাত কাটাই
আলো অন্ধকারের সন্ধিক্ষণে
জীবনের গন্তব্য রেখা আঁকি মনে মনে।
সুখ বিলাই কিছু বাইরে
কিছু ভেতরে ভেতরে
কষ্ট আর আনন্দে দ্রবীভূত হই
তবুও নিজেকে নিজে বড়ো ভালোবাসি
বেঁচে থাকতে চাই
কখনও মরে যাই
নিজেই নিজের ভালোবাসা নিয়ে।
অতঃপর সবকিছুই ভালোবাসি!