পাখির বাসা থেকে ভালবাসা
ষন্ড থেকে ব্রহ্মান্ড ,
সবকিছুতেই মাথা ঘামায় -
মাথায় ছোট মানুষের বাচ্চাগুলো ।
মহাকাশের কালোগর্ত -
মাটির নিচের সাপের গর্ত ,
সবকিছুর বোঝা চাই অর্থ ।
জানতে জানতে জানার নেইকো শেষ ,
পৃথিবীর জীবন যদিও নেইকো অবশেষ ।


অনেককিছু জানার রয়েছে বাকি -
এই পৃথিবীটা কিন্তু হোয়ে যাবে শেষ ,                    
সবাইকে দিয়ে ফাঁকি ।
জল-জঙ্গল , সাগর ও নদী ,
সকলকিছুর হল বরবাদি ।
পৃথিবীর প্রাণ ধুকপুক করে-
শেষ নিশ্বাস বেঁচে আছে শুধু ।


মানুষের বাচ্চাগুলো হত্যাকারী ,
পৃথিবীর রক্তে, ভরে পিচকারি ।
বদ্যিরাসব নিদান হেঁকেছে ,
বিজ্ঞানীরা নিরুপায়  ।
হৃতপিন্ড থেমে এলো প্রায়,
ডাক দিলে আর দেয়না সাড়া -
পৃথিবীটা হবে বেওয়ারিশ মড়া -
নিত্য চলেছে  তার কবর খোঁড়া ।