জল পরে, পাতা নড়ে,
দেশজুড়ে গণতন্ত্রের মহোৎসবে -
নানা রঙ্গের পতাকা আর ফেস্টুনের মিছিলের সাথে,
 নেতা নেত্রীদের,
হাতপা ও মুখ অবিরাম নড়ে।
বড় বড় অাশ্বাস,স্বপ্ন অার হুঙ্কার,
জলপ্রপাতের মত উপছে পরে।
গ্রামে গণ্জে শহরে-
বোমা ফাটে, অাগুন জ্বলে,
পল্টু,  তোতন অার সেলিমদের লাশ পরে ;
বাচ্চাদের নিয়ে মা খড়ের ঘরে পুড়ে মরে।
 গণতন্ত্রের মহোৎসবে,
বিকাশ ও উন্ময়নের যজ্ঞের অাগুনে-
 শহিদের সংখ্যা বাড়ে।
হত্যা না অাত্মহত্যা,
সংবাদমাধ্যমে অন্তহীন বিতর্ক চলে।     
 গণতন্ত্রের সোচ্চার  জয়ধ্বনির সাথে,
গুলি ও বোমার দুনিয়া কাঁপানো উল্লাসে,
সাংবিধানিক অধিকার অট্টহাস্য হাসে।


জল পরে, পাতা নড়ে,
নির্বাক অসহায় জনতা -
অারেকটু ভাল করে বাঁচার স্বপ্ন বুকে নিয়ে,
চুপিচুপি ঘুমিয়ে পড়ে।
গণতন্ত্রের  মহোৎসবে -
রোজ রক্ত ঝরে, লাশের পর লাশ পরে।
পুত্রহারা, স্বামী হারা জনগণের জিজ্ঞাসা -
গণতন্ত্র কি  এখন শুয়ে অাছে,
ঐ লাশকাটা ঘরে,
ময়নাতদন্তের অপেক্ষায়?!!
                                           -অকবি -