অনেকদিন কবিতা লেখা হয়নি ,
কবিতার খাতাটা পরে আছে অছ্যুৎ হয়ে ।
চারিদিকে এত খুনোখুনি ,বিভাজন আর  ক্লেদাক্ত পরিবেশে –
   কবিতারা সব ভীত সন্ত্রস্থ ।
কবিতার খাতা খুলে , লেখা শুরু করলেই –
কলমের ডগায় ফোঁটা ফোঁটা রক্ত ঝড়ে ।
কলমটাকে সান্ত্বনা দিয়ে বোঝালে ,
কলম বেয়ে নামে অশ্রুধারা ।
রক্তাক্ত ,অশ্রু সিক্ত কবিতার পাতা –
রয়ে যায় কবিতা-শূন্য , অব্যক্ত যন্ত্রণার সাক্ষী হয়ে ।
তবুও চেষ্টা করি বারংবার ,
মনে কত কথা জমে আছে বলার ;
কিন্তু শোনার মানুষ কই ?
সবাই তো  ব্যস্ত - নিজের ভাগ বুঝে নিতে ,
অথবা অন্যের ভাগ কেড়ে ,নিজের পুঁটলি গোছাতে ।


তবুও প্রয়াস অব্যাহত ,
কারণ কবিতা সত্যের মাধ্যম ;
বহু মানুষ এখনো সত্যকে ভালবাসে,
সত্যকে বাঁচাতে কলম হাতে লড়াই করে ।
মিথ্যার ব্যাপারীরা তাদের –
“দেশদ্রোহী “ অথবা “সমাজবিরোধী “ বলে ।
তবুও কবিতা সত্য কথা বলে ,
সত্যকে যারা বিদ্রোহ বলে –
তাদের কবর খোঁড়ে ।
দেশকাল আর ভাষার বিভেদ ভুলে ,
কবিতারাসব নিছক সত্যি কথা বলে ।
জাত-পাত আর ধর্মের সীমানা ডিঙ্গিয়ে –
কবিতার দল মুক্তির কথা বলে ।।
- অকবি -