রাতের বেলা বিছানায় শুয়ে আনমনে ,
যখন তাকাই আকাশ খুঁজতে জানালা দিয়ে ;
জলে ভেজা মেঘলা আকাশটাকে ছুঁয়ে ,
অন্ধকারাচ্ছন্ন  ঝুপসি বিশাল কদম গাছটা স্থাবর ,
যেন এক রহস্যময় কৃষ্ণগহ্বর !
মনটা একছুটে  ঢুকে পরে ঐ অতল অন্ধকারে ;
মনের   সময় উল্টো দিকে চলে ।
খুঁজতে থাকে ছোটবেলায় হারিয়ে যাওয়া  রূপকথার -
  পক্ষীরাজ আর ব্যাঙ্গমা- ব্যাঙ্গমীকে ।
মনে পরে ঠাকুমার সুরেলা কন্ঠে -
অষ্টোত্তর শতনাম , সীতাহরণ কান্ড আরো কত ইত্যাদি ।
অন্ধকারের ওপার হতে ,কানে যেন ভেসে আসে-
সুরদাস কির্তনীয়ার -" কৃষ্ণ কৃষ্ণ হরে হরে "!


রাত গভীর ,  কদমগাছে অন্ধকার ঘনীভূত ;
মনটা স্মৃতির কৃষ্ণগহ্বরে আমার খোঁজে ব্যস্ত ।
একটা ভীতু প্যাঁচার ডাকে,
অন্ধকারের রূপকথা খান্ খান্ ;
ফিরে আসে মনটা , পার হয়ে সময়টা অসমান ,
পাশের বালিশে মানসী  - আমার  প্রমাণিত বর্তমান ।।
                                                        - অকবি -