বয়স পেরোলো ষাট ,
জীবনটা আর নেইকো আঁটসাঁট ।
যখন ঘরের বাইরে যাই  পেরিয়ে চৌকাঠ ;
নিয়ম মেনে বলে ফেলি -
ফিরবো আমি তাড়াতাড়ি ,চা-টা রেখো তৈরি ।
তারপরেতেই শুধরে বলি -
আবার যদি ঘরে ফিরি , তখন চা-টা কোরো তৈরি ।


গিন্নি বলে -
আহা আহা বালাই ষাট ।
মাথায় সিঁদুর , শাঁখা হাতে -
আগে আমি যাবো নিমতলা ঘাট ।
তোমার দিকে নজর দিলে -
দেখে নেবো  যমরাজাকে ,
পাঠিয়ে দেবো শ্মশানঘাট ;
দুগ্গা দুগ্গা  বালাই ষাট ।।
                                   - অকবি-
#( শেষ পংক্তিতে একটু পরিবর্তন করলাম । মনে হল এই পরিমার্জনে কবিতাটা আরেকটু উপাদেয় হবে । আশা করি পাঠকদের পছন্দ
হবে । )- অকবি / 31/5/2014