গভীর রাতের নীল আকাশে -
  নগ্ন নক্ষত্রেরা  চন্দ্রালোকে  নাইতে নেমেছে
পৃথিবীর পাথুরে নগ্ন শরীরে  সূর্যের প্রথম চুম্বন ,
রক্তিম লজ্জায়  শিহরিত শিমুল পলাশের  বন ।
জানিনা - এগুলো স্বপ্ন বুঝি !


অনেক ওপরে , ত্রিতলের ব্যালকনিতে ;
আলোছায়ার আলিঙ্গনে দুটো পাঁপড়িমেলা চোখ ,
একটুকরো মায়াবী হাসি ,
রোজ বিকেলে আমি অধীর অপেক্ষায় সেটাই খুঁজি ;
জানিনা - এটাই ভালবাসা বুঝি !


বুকের ভেতর আকাশ জুড়ে অশান্ত কালবৈশাখী ,
শরীর জুড়ে সৃষ্টিসুখের উন্মাদনা ,
মাথার ভিতর অনেক অশরীরী ভাবনার হিজিবিজি ,
কলম বেয়ে লেখার পাতায় ,অচেনা শব্দের উঁকিঝুঁকি ;
জানিনা  - এটাই কবিতা বুঝি !


হলভর্তি  উপছে পরা ভিড়,
মঞ্চে বিশিষ্টজনেদের সমাবেশে  গুরুগম্ভীর ভাষণ ;
চন্দনলিপ্ত ফটোতে রজনীগন্ধার মালা ,
ভাষণ শেষে ঘনঘন করতালি ধ্বনি ,
জানিনা- এটাই মারা যাওয়ার পুরস্কার বুঝি !
                                                  - অকবি -