কেন বল তো -কিচ্ছু ভাল লাগে না !
সবই তো আছে ;
ভাল   চাকরি ,  জ্যামিতিক  বিবি,
সাপ্তাহিক পার্টি - একটু-আধটু ফ্লার্ট ,
সাজানো ফ্ল্যাট-
এখানে ওখানে ছড়িয়ে বাছাই করা আর্ট ।
তবুও যেন -কিছু একটা নেই ,
বুকের আনাচেকানাচে আঁতিপাতি খুঁজি বারংবার ;
ফুসফুস , হার্ট সব ঠিক আছে , রক্তও পরিষ্কার ।
তবুও মনে হয়- কি যেন নেই ,
আত্মার গভীরে এক বিষণ্ণ শূন্যতা ;
ভাল থাকা জীবনের হাসিমুখে অজানা তিক্ততা ।
সব ঠিক আছে , সব ভাল আছে ;
   বলতে পারো  তবুও কেন -
   একদম কিচ্ছু ভাল লাগে না !
                                    - অকবি -