ডাক্তারবাবু    বললেন -
বয়স এগিয়েছে অনেকটা ,
সাবধান হতে হবে কিছুটা ।
খাওয়া-দাওয়া কম  , চায়ে চিনি বন্ধ একদম ।
রোগী বলেন -
আপনারো তো বয়স হল বেশ ,
এবারে খাওয়া-দাওয়ায় রাশটা টেনে ,
ফিসটা  কিছু  কমান ক্যানে ।


মাস্টারমশাই বলেন -
সদা সত্য কথা বলিবে ,
গুরজনদের আদেশ ও উপদেশ -
অক্ষরে  অক্ষরে মানিবে ।
ছাত্র জিজ্ঞাসা করে -
সব সারই বলেন ,তাঁর কোচিংই শ্রেষ্ট ;
সেই কোচিংয়ে পড়লে  রেজাল্ট  একেবারে বেস্টো ।
বলুন দেখি স্পষ্ট !
কার কথাটা সত্য , কার কথাটা মানবো ?


রোজ সকালে কাগজ পড়ে -বাবা করেন হৈ-চৈ ;
দেশসেবক নেতাদের ভাষণে শুধুই মিথ্যার খই ।
দেশকে বাঁচাতে হলে ,
আপনি আচরি ধর্ম তবে অপরে শিখাও ।
ছেলের প্রশ্ন -
আমি যদি শখ করে নেশা করি কোনদিন ,
আমার জোটে মুখঝামটার সাথে চড় - চাপরটা ।
আর বাপু যখন ড্রিঙ্ক করে রোজ রাতে ,
খুশি খুশি   আম্মি বানায় মাংস - পরোটা ।
আমি বিভ্রান্ত -
কোনটা ধর্ম কোনটা অধর্ম ?
                                                        - অকবি-