আকাশজুড়ে কৃষ্ণকালো  মেঘের গুড়ুগুড়ু ,
উঠেছে ঝড় ,   মেঘের রাজ্যে তোলপাড় ;
আকাশের বুকে অশান্ত ঝড়ের উল্লসিত হুঙ্কার ।
সাদাকালো মেঘেরা ভীরু হরিণশিশুর মত ,
ছুট লাগায়  পালিয়ে বাঁচতে দিকভ্রান্ত  হয়ে ।
দুরন্ত ঝড় তাড়া করে ,
মেঘেরা পালায় আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ;
ধেয়ে আসে ঝড় , অশান্ত অক্লান্ত ।


আমি ও অনামী,
উন্মুক্ত প্রান্তরে , নিঃসঙ্গ একাকী কদমের নীচে ;
তখন শরীরের ভালবাসায় কালবৈশাখী ।
আচমকা একঝাঁক পলাতক ভীরু  মেঘ ,
কদমগাছটি বেয়ে নেমে এলো-
আমাদের অনাবৃত বুক ওদের ক্রন্দনসিক্ত হল ।
মেঘেরা   ফিসফিসিয়ে বললো -
আমরা বাঁচতে চাই , লুকিয়ে রাখো ।


আমি ও অনামী,
মেঘমাখা নগ্ন শরীর দৃঢ় আলিঙ্গনে বাঁধি  ,
পাঁজরের ভিতর মেঘেরা- সম্পৃক্ত  নিরাপদ  ।
ঝড় ধাওয়া করে আসে ,
আঁতিপাঁতি খোঁজে আমাদের শরীরের আনাচকানাচ ;
ফিরে যায় রুদ্ধ আক্রোশে , ছুঁড়ে দিয়ে যায় -
মুঠো মুঠো ছিন্নভিন্ন কদমকুঁড়ি ।
বুকের মাঝে  মেঘেদের খুশির উল্লাস ,
মানুষের ভালবাসায় অগাধ বিশ্বাস ।
ওরা আজও আছে বুকের গভীরে ,
ভালবাসার উষ্ণতায় ঝড়ে পরে টাপুর-টুপুর করে ;
প্রাণের গহীনে  ,যখন  ভীষন  মন খারাপ করে ।।
                                                           - অকবি -
   (' বর্ষার আয়োজন ')