কখনো খেয়াল করেছেন কি কবিতার স্বাদ কেমন হয় ?
আমার অভিজ্ঞতা আমি সকলের মতামতের জন্যে
পেশ করছি ।  নীচে  কবিতার স্বাদ হিসাবে নামকরণ করা হয়েছে :
ক) ধানিলঙ্কা -কিছু কবিতা একেবারে ধানিলঙ্কার মত উগ্র ঝাল ; কবিতা পড়তে পড়তে বার বার জল খেতে হয় ।
খ) পান্তা - কোন কোন কবিতা আবার একেবারে জোলো পান্তার       মত । পড়ার শেষে হাই ওঠে , ঘুম পায় ।
গ) কটমটি - অনেক কবিতা পড়তে  পাঠকের প্রায় দাঁত ভাঙার অবস্থা হয় শব্দগুলো উদরস্থ  করতে ।
ঘ) আইসক্রিম - একদম নরম , মিষ্টি , মোলায়েম । বুকের মাঝে মিলিয়ে যায় অনায়াসে ।
ঙ) জাবর - একঘেয়ে পুরনো ভাবনা , ভাষা ও ছন্দের ঘুনঘুনে পুনরাবৃত্তি ।
চ) অজানা  - নতুন চিন্তা , স্টাইল বা ভাষার সাহসী পরীক্ষা ; আগামী দিনের জন্যে নতুন পথের সন্ধানে ।
(এই লেখাটি একেবারে ব্যাক্তিগত অনুভবের ভিত্তিতে লেখা । কাউকে কোনরকম সমালোচনা বা আঘাত করার জন্যে নয় ।
কবিবন্ধুরা আমার কবিতা কোন স্বাদের   জানালে খুব খুশি হবো । হাঃ হাঃ  )
                                                                              -অকবি -