সদ্য বিগত সোহাগ রাতে ,
রাতভর  পাগলা ঝড়ের মত -
ভালবেসেছি তোমাকে ;
তুমিও রাতভর সোহাগী উষ্ণতায় -
পূর্ণ করেছো আমাকে ।
তোমার খোঁপার চাঁপা ফুলেরা,
আর কন্ঠের বেলমালা ,
রাতের শেষক্ষণে -
ভালবাসায় নিষ্পেষিত তৃপ্ত ।
তোমার কপালজুড়ে -
কুমকুম চন্দন আর সিঁদুরের হোলি ;
স্বপ্নমাখা চোখের পাতায় কাজলের প্রলেপে -
লজ্জিত  তৃপ্তির রোমান্চিত আবেশ ।
ভোরের রক্তিম আলোয় -
আমি বিমুগ্ধ হয়ে তোমাকে দেখি ,
সারা শরীরে সোহাগ চিহ্ন মেখে -
কুমারীত্ব হারিয়ে তুমি অগ্নয়ে স্বাহাঃ ।।
                                                - অকবি -