জমা খরচের হিসাবনিকেশ -
রোজ লিখে চলি দিনের শেষে ।
পৌঁছে গিয়েছি -
হিসাবের খাতার শেষ পাতায় ;
লাভ না ক্ষতি কোনটা বেশি ,
এখনো অমিমাংসিত ।


অতএব ,
জমা খরচের খাতা বন্ধ করে ,
হিসাবের খাতা ছেড়ে ,
বেহিসাবের পথে চলি ।
ভালবাসার কথা বলি ,
শুধু ভালবাসার  সওদা করি ।
এই লেনদেনে ,শুধুই ফয়দা ;
নুকসানের ঘর ,আঁচড়বিহীন  সাদা ।


হিসাবের খাতা বন্ধ করে ,
আমি এখন ভালবাসার ফেরিওয়ালা -
ভালবাসা চাই, ভালবাসা ।
পৌঁছে যাবো তোমার দুয়ারে ,
ফিরিয়ে দিওনা মোরে ;
এত সহজে পাবে না কোথাও ,
নতুন আনকোরা ভালবাসা ।
                                    -অকবি-