সকালে চায়ের টেবিলে ,
করমর্দন সংবাদপত্রের সাথে ।
নানারকম গরম খবর-
চায়ের চুমুকের সাথে ।
কত রকমারি বিচিত্র খবর চমকদার ,
নানা রঙের রামধনু স্লোগান -
শুকনো বাসি জনগণের গুণগান ;
ভোটের সময় হলেই গণতন্ত্রের জয়গান ,
ভোটের বাক্স ভরে গেলে -
গণতন্ত্রের কোঁচা ধরে দেয় টান ।
পাঁচতারা হোটেলের শীতল কামরায় ,
পান ভোজনের পরে নেতারা হন টানটান ,
জনতার দুঃখে কাতর তারা -
প্রাণ যে করে আনচান ।


রোজ সকালে চায়ের সাথে -
খবরগুলো কুড়মুড়ে ;
চায়ের কাপে তুফান তুলি ,
প্রতিবাদের ঢেকুরে ;
চায়ের শেষে মোল্লার দৌড় ,
বাথরুমে পরিত্যাগ করি বিদ্রোহের ঘোর ;
সব ভুলে ছুট লাগাই জোর ,
অফিসে লেট হলেই গড়বড় ।


রোজ সকালে ,
দেশের মালিকদের সরস কেচ্ছা  ;
ফুটন্ত রক্তে -
আগুন জ্বালা বিদ্রোহের ইচ্ছা ।
কিন্তু ,
পরিবার , চাকরি ও জীবনের সুরক্ষা ,
মেয়ের বিয়ে , ছেলের জয়েন্ট পরীক্ষা !
বিদ্রোহ আপাততঃ করুক অপেক্ষা ।।
                                           - অকবি-