ভালবাসার চেহারা কেমন !
আদিম যুগ থেকে খোঁজ আজতক ;
অজস্র ভালবাসার কবিতায় -
আমরা  খুঁজেছি অনেক ।
ভালবাসা কি শুধু ধারণা ,
অথবা অন্ধকার* প্লাজমা কণা ।
ভালবাসা কি -
বাষ্পীয় তরল প্রবাহ ;
ভালবাসার দেখা পেলে ,
ছড়িয়ে পরে আগুন হয়ে শিরায় শিরায় ।


ভালবাসা কি শুধুই কবির কল্পনা ,
অথবা একগুচ্ছ শব্দের আলপনা ?
তাহলে কেন এমন হয় !
সহস্রের ভীড়ের মাঝে ,
কোন একজনকে দেখে -
উছলে ওঠে প্রাণের জোয়ার ।
কেন বিশেষ এক জনের পরশ পেতে ,
আত্মা, সত্তা ও শরীর  পিয়াসী হয় ।
ভালবাসা কি এমনই হয় !


ভালবাসার অস্তিত্বের স্বরূপ -
বস্তু না অবস্তু !
ভালবাসার উৎস ও উপাদান অজানা ,
জীবনের এক আদিম রহস্যে -
খোঁজ এখনো অসমাপ্ত ;
আজও ঝুলে আছে উন্মুখ প্রশ্ন চিহ্ন ।
আত্মা , ঈশ্বর ও ভালবাসা ,
এখনো বস্তু বিজ্ঞানের অজ্ঞানতা ।
কবিদের দিব্য দৃষ্টিতে ,
জীবনে বাঁচার রসদ ,কুহকি ভালবাসা ।।


                                                - অকবি -
(অন্ধকার* প্লাজমা কণা = Dark matter / plasma particles )