জীবনের সম্পর্কগুলো -
যেন   বহুমাত্রিক জ্যামিতিক রেখাচিত্র ।
সরল রেখা , ত্রিভুজ , চতুর্ভুজ -
আরো কত সরল ও বক্ররেখার চিত্রায়ন ।
সারা জীবন রেখা চিত্রগুলো  ভাঙে , জোড়ে -
মিলে মিশে বদলায় বারবার ।


সরল রেখার ভালবাসার সম্পর্ক ,
জীবনের দৈনন্দিন প্রত্যাশার আগ্রাসনে ,
বদলে যায় গলিত জটিল দগ্ধপিণ্ড যেন ।
জীবনের মধ্যাহ্ন পেরিয়ে ,
জ্যামিতির সব চিত্র বিবর্ণ বা উধাও ।
জীবন এখন অবিরাম ঘুর্ণায়মান -
শুধুই এক নিত্য অভ্যাসের বৃত্ত ।
  সেই বৃত্তের কেন্দ্রে  -
সব সম্পর্কের গলিত মিশ্রণ ,
বহুমাত্রিক জীবনের প্রাণহীন জীবাশ্ম মাত্র ।।
                                                     - অকবি-