রাস্তাঘাটে , সরকারী দপ্তরে -
লম্বা লম্বা আঁকাবাঁকা  লাইন ,
স্কুলে এডমিশন অথবা
শ্মশানে চুল্লিতে ঢোকা ,
সব জায়গায় লাইন ,
এটাই দেশের আইন ।
সব লাইনে ধান্দা করি ,
লাইন ভেঙে আগে যেতে ,
একটু কিছু বেশি পেতে ।


শুধু   মৃত্যুর লাইনে উল্টোরথ ,
পিছন ফিরে পলায়ন ,
লাইনের পিছনে যাওয়ার খুঁজি পথ ।
যতই চেষ্টা করো ভিন্ন ভিন্ন পন্থা ,
মৃত্যু অনিবার্য সত্য ,
এটা এড়ানোর চেষ্টা মিথ্যা ।
চিকিৎসা বিজ্ঞানের অনেক -
লম্বা চওড়া গবেষণা ;
জীবনটাকে টেনে লম্বা করার জল্পনা ,
অথবা চির সত্যের নাগাল এড়িয়ে -
লাইন ছেড়ে পলায়নের অসম্ভব কল্পনা !
কবর আর চুল্লির লাইন -
আপন গতিতে এগিয়ে চলে,
অনিবার্য  নিশ্চিত গন্তব্যে ।।
                                   - অকবি -