কবিতা ভাবনা কি বাতাসে ভাসমান ,
কোন মাইক্রোব ভাইরাসের মত ;
অথবা  অজানা এলার্জি যেন !
বাতাসে ভাসা কবিতার ভাইরাসে -
  আক্রান্ত মানুষদের  বলা হয় কবি ;
এদের চেহারায়  মানুষ মানুষ ছবি ।
  শব্দ খাওয়া, শব্দ বেচা -
  এটাই ওদের হবি ।
  ভাবনা , ভাষা ও ছন্দ -
মিলিয়ে ভিন্ন ভিন্ন মাপে ,
কবিরা তৈরী করে ভাষার জাদু ধন্দ ।
ঘর্মাক্ত  কবিদের  সৃষ্টির নাম কবিতা ,
স্বাদে গন্ধে যেমনি হোক
  - ভাল কিংবা মন্দ ।
আনন্দ , বিষাদ অথবা বুকভাঙা কান্না ,
  নানা রসে কবিতার স্বাদ ভিন্ন ভিন্ন ।
কবিতা কবির  প্রাণের ঝিনুকে -
লুকিয়ে রাখা মুক্তো ;
কবিতা ভাইরাসে আক্রান্ত হলেই ,
কবির অন্তরাত্মা থেকে -
  কবিতা  ডানা মেলে হয় মুক্ত ।।
                                         - অকবি -