এই কয়েকদিন আগে ,
মাকে বিদায় জানালাম -
মুখাগ্নির সাথে ।
বাড়িটা পরে আছে ,
প্রাণহীন খোলসের মত ;
একমুঠো বিষাদ ও নৈঃশব্দের সাথে ।


যাওয়া আসার শব্দে ,
কেউ আর জিজ্ঞেস করেনা  -
খোকন ফিরে এলি ?
সদর দরজা পেরোবার আগে ,
কেউ মাথাটা ছুঁয়ে বলে না  -
বাবুসোনা সাবধানে যেও ,
তাড়াতাড়ি বাড়ি ফিরো ।
রাতের বেলায় খাবার সময়ে ,
কেউ আদুরে আদেশ করে না -
আজ তোর পছন্দের মাছটা রেঁধেছি ,
সব ভাতগুলো খেতে হবে বলছি ।


মা , জানি তুমি আশেপাশে আছো ,
আমার ভালমন্দে নজর রেখেছো ।
আমি নিরুপায় ,
তোমাকে ছোঁয়ার নেইকো উপায় ।
আমি অপেক্ষায় থাকবো ,
আবার একদিন তোমার কোলে শুয়ে ,
ছড়া শুনতে শুনতে ঘুমাবো ;
অবাধ্য হয়ে বকুনি খাবো ,
তারপর তোমার শরীরের মিষ্টি গন্ধ ,
বুকে ভরে নিয়ে ,
আনন্দে মাতোয়ারা হবো ।।


মাগো ,
অন্নদারূপিনী তুমি সর্ব যুগে যুগে ,
কে জানে তোমার তত্ত্ব আগম নিগম ,
নমস্তভ্য়ং  নমস্তভ্য়ং নমস্তভ্য়ং নমঃ নমঃ ।
তোমার চরণে রইলো সশ্রদ্ধ প্রণাম ,
নমস্তভ্য়ং  নমস্তভ্য়ং নমস্তভ্য়ং নমঃ নমঃ ।।**
                                                        - অকবি-
( ** গত 5ই জুন মাতৃহারা হওয়ার পরে , আমার একদম আন্তরিক
ভাবনার প্রকাশ এই কবিতায় । কবি বন্ধুদের ভাল লাগলে
খুশি হবো )