রোজ বিকেলে সেজেগুজে ,
দাঁড়াই পথের মোড়ে ।
যদি কোন রাতের বাবু ,
জোটে কপাল জোরে ।
কড়কড়ে নোট ব্যাগে ভরে ,
ফিরবো বাড়ি ভোরে ।


আমার বয়স যখন ষোল ,
বাবার বন্ধু আঁচড়ে কামড়ে ,
আমার শরীর খেলো ।
তার বদলে ফ্যান্সি ড্রেস -
আর কিছু টাকা দিলো ।
সেই যে হল শুরু ,
বাপটা নাটের গুরু ;
বাপটা আমার দালাল হল ,
নিত্য নতুন খাদক এলো ।


বোনটার বিয়ে হল ,
ভাইটার চাকরি হল ।
আমার চাওয়া - পাওয়া ভালবাসা ,
উচ্ছিষ্ট শালপাতার মত -
নর্দমার বাসিন্দা হল ।
আমার নাম হল -"খারাপ মেয়ে",
আমার  উঁচুনিচু  চনমনে শরীরটা
সংসারে কামধেনু  এটিএম মেশিন হল ।।
                                         -অকবি -