বন্যা  আর চোখের জল মিশে -
চারিদিকে জল থৈ থৈ ,
বাঁচার তরে  ডাঙা খুঁজে খুঁজে ,
অথৈ বানে হারিয়ে যাই ,
বাচ্চা-কাচ্চা নিয়ে ভুখা পেটে -
বানভাসি হয়ে উদ্বাস্তু হই ।
দলে দলে -
নেতা , নেত্রী ও ঝকমকে আমলারা এলেন ;
হাওয়ায় উড়ে আমাদের -
চোপসানো পেট ও ন্যাংটা শরীর দেখলেন ;
শুকনো ময়দানে সুসজ্জিত মন্চে -
উত্তপ্ত ভাষণে স্বপ্ন বিলিয়ে গেলেন ;
আগামী দিনে আর কখনো হবে নাকো বন্য়া ,
আর কখনো শুনবে না কেউ -
ভুখা পেটে বাচ্চাগুলোর কান্না !


আমরা হলেম - ছিদাম ও বেহুলা ,
গাঁয়ের নামটা পিঙলা ,
গাঁ ছুঁয়ে নদীর নামটা হিং লা ।
ফি বছর বারিশ হলে ,
আমরা ভেলায় ভাসি ,
গত সনে রাতের বানে -
মোদের বুবু আর মামণি -
হিংলার জলে হল বানভাসি ।


কদিন পরে ক্যাম্পে -
হুড়াহুড়ি অবস্থা বেহাল ;
দলবেঁধে এসেছিল -
নেতা , মন্ত্রী , বাবুদের পাল ।
বাপরে  , চারদিকে কত্ত ডজন গাড়ি ,
ঝুড়ি ঝুড়ি শক্ত শক্ত বক্তিমে হয়  -
কোন কথার মানে বুঝতে লারি ;
পেয়েছিলেম দুকিলো চাল ,
একটা ধুতি আর দুইটা শাড়ি ;
বুবুসোনা আর মামণি এলোনা ফিরি ।


এবছর আবার বানের জলে-
ভেলায় চড়ে জলভাসি ।
রোজ বাড়ছে -
নেতা  মন্ত্রীদের হাঁচি কাশি ;
মোদের তরে সরকারি গুপ্তধন -
নাকি প্রায় আসি আসি ।
মোরা অপেক্ষায় আছি  শুকনো কান্না ,
আর মুখে নিয়ে দেঁতো হাসি ।
আমরা জানি ফি বছর -
বন্যা চলছে চলবে ,;
সব দল মোদের বরাৎ নিয়ে -
হা ডু ডু খেলছে খেলবে ;
মোদের বুবুসোনা আর মামণিরা -
ফি বছর বানে ডুবে মরবে ;
কাদাঘোলা বন্যার  জল নিয়ে   ,
ভিক্ষা ও  ভোটের হোলি খেলা -
ফি বছর চলবে ।।
                                             - অকবি -