আমরা স্বাধীন হলাম ,
প্রায় সাত দশক হল ।
আণবিক বোমা ও অগ্নি মিসাইলের -
সফল পরীক্ষণ হল ।
মহাকাশ অভিযান ও  মঙ্গল গ্রহের স্বপ্ন উড়ানে ,
দেশের গাঁ গঞ্জে রঙিন টিভি ও মোবাইল এলো ,
দেশবাসী গর্বিত ও আনন্দিত হল ।


অথচ আজও ,
গ্রামে গ্রামে চাষি -
অনাহারে আত্মহত্যা করে ;
শহরে ও গ্রামে রোজ -
অসহায় অভয়ারা ধর্ষিত হয় ।
অন্যায় অবিচারের প্রতিবাদ করে ,
তাজা তরুণেরা দাদাগিরির শিকার হয় ।
আমলা ,নেতা ও পুলিশেরা -
জনতার পয়সায় লাল বাতি জ্বালিয়ে ,
ঠান্ডা ঘরে শান্তিতে ঘুমিয়ে রয় ।
গুন্ডা শাসিত-
শহরে ,গ্রামে , কলেজের বারান্দায় ,
নরক সদৃশ  হাসপাতালের চত্বরে ,
বিচারের বাণী আজও নিরবে নিভৃতে কাঁদে ;
অসহায়  মানুষ হাঁসফাঁস করে -
মানুষ ঠকানো ,গদি দখলের রাজনীতির ফাঁদে ।।
                                                 - অকবি -